দক্ষিনদিনাজপুর

প্রার্থী ও কর্মীদের মারধোরের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে কংগ্রেসের পথ অবরোধ

কংগ্রেস প্রার্থী ও কর্মীদের মারধোরের প্রতিবাদে পথ অবরোধ বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। সোমবার সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত জেলা জুড়ে চলে কংগ্রেসের এই পথ অবরোধ। কংগ্রেসের অভিযোগ, রবিবার সন্ধ্যায় জেলার কুমারগঞ্জ ব্লকের দিওড় এলাকায় নির্বাচনী পথসভা চলাকালীন হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী বলে অভিযোগ। আরও অভিযোগ, মারধর করা হয় কংগ্রেস জেলা সভাপতি নীলাঞ্জন রায় সহ পঞ্চায়েত প্রার্থী ও অন্যান্য কংগ্রেস কর্মীদের। ঘটনায় আহত পঞ্চায়েত প্রার্থী কুমারগঞ্জের বরাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাট শহরের নারায়ণপুরে পথ অবরোধ করে কংগ্রেস। একই সাথে জেলার অন্যান্য স্থানে ও চলে পথ অবরোধ।

এই পথ অবরোধের পর কংগ্রেসের সম্পাদক অঞ্জন চৌধুরী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, এই যে তোমরা এতো উন্নয়ন উন্নয়ন করছ, তাহলে তো নির্বাচনে তোমরাই জিতবে। তবে তোমরা বিরোধীদের উপর হামলা করছ কেন ? এর মানে তোমরা পরাজিত হবে বলে তোমাদের মনে ভয় রয়েছে। এটাই তার বড় প্রমান। তৃণমূল গোটা রাজ্যে সন্ত্রাসের আবহ তৈরি করছে। এটা জানতেই তাদের এই দিনের এই অবরোধ বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/qyWQz1u2r8I